"ডেল কার্নেগীর স্মরণীয় উক্তিসমূহ" - Dale Carnegie Quotes

ডেল কার্নেগী সম্পর্কে কিছু কথা (1888-1955)
Picture From Wikipedia

একজন আমেরিকান লেখক ও প্রভাষক। স্ব-উন্নতি (Self-improvement), বিক্রয়কাজ (Salesmanship), কর্পোরেট প্রশিক্ষণ (Corporate Training), জনসাধারণের সাথে কথা বলা (Public Speaking), আন্তঃব্যক্তিক দক্ষতা (Interpersonal Skills) সহ বেশকিছু কোর্স ডেভেলপ করেছেন তাঁর বিখ্যাত কয়েকটি বই How to Win Friends and Influence People (1936), How to Stop Worrying and Start Living (1948), Lincoln the Unknown (1932) ইত্যাদি।

উক্তিসমূহ

(১)
যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছেই এসে ধরা দেয়, কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ ততো কম।

Whoever has more work than words, success comes to him, because the deeper the river, the less the sound of its flow.

(২)

 মনে রাখবেন, আপনি কে বা আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না, আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর।

Remember, your happiness does not depend on who you are or what you have, your happiness depends on how you think.

(৩)

 যা আপনাকে পীড়া দেয়, এমন বিষয় নিয়ে এক মিনিটের বেশি ভাববেন না।

Don't think for more than a minute about something that hurts you.

(৪)

 মানুষের গুণ নিয়ে প্রতিযোগিতা করুন দোষ নিয়ে নয়।

Compete with human qualities, not with faults.

(৫)

 মনে রাখবেন আজকের দিনটি গতকাল আপনার কাছে আগামীকাল ছিল। যেটার কথা ভেবে গতকাল আপনি চিন্তিত ছিলেন আজ নয়।

Remember today was the day you had tomorrow. What you were worried about yesterday is not today.

 (৬)

 আপনি ভাল মানুষ হলেই পুরো জগৎবাসী আপনার সঙ্গে ভাল ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক নয়। আপনি নিরামিষভোজী হলে কি কোন ষাঁড় আপনাকে তাড়া করবে না?

Just because you are a good person does not mean that the whole world will treat you well. If you are a vegetarian, won't a bull chase you?

 (৭)

 অস্পষ্টতায় ভরা দূরের কিছুর চেয়ে কাছের স্পষ্ট কিছু দেখাই আমাদের দরকার।

We need to show something closer and clearer than something far away filled with ambiguity.

 (৮)

 কি কাজ করতে চলেছেন সে সম্পর্কে কোনো ধারণা না থাকার অর্থ আপনি অন্ধকারের যাত্রী কোনো অন্ধের মত।

Having no idea what you are going to do means you are like a blind passenger in the dark.

(৯)

 মন্দ সহচর্যের চেয়ে নিঃসঙ্গতা অনেক ভালো।

Loneliness is much better than bad company.

 (১০)

 মানুষ যখন রাগান্বিত অবস্থায়, তখন তাকে কোনভাবে বিরক্ত করা উচিত নয়। কেননা তা থেকে চরম ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে।

When a person is angry, he should not be bothered in any way. Because it can lead to extreme misunderstandings.
(১১)
পৃথিবীতে ভালবাসার একটি মাত্র উপায় আছে, সেটা হলো প্রতিদান পাওয়ার আশা না করে শুধু ভালবেসে যাওয়া।

There is only one way to love in the world, and that is to fall in love without expecting anything in return.

(১২)

 মনে রাখবেন অন্যায় সমালোচনা অনেক ক্ষেত্রেই আড়াল করা প্রশংসা। মরা কুকুরকে কেউ লাথি মারে না।

Remember that unjust criticism is in many cases a hidden compliment. No one kicks a dead dog.

(১৩)

 দুশ্চিন্তা দূর করার এক নম্বর উপায় হলো ব্যস্ত থাকা।

The number one way to deal with anxiety is to stay busy.

(১৪)

 আমি চাইতাম বিখ্যাত ব্যক্তিদের মতো সফল হতে; এর জন্য আমি অনেক পরিশ্রমও করেছি কিন্তু আমি কোনোভাবেই সফল হইনি, অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম- অন্যের মতো নয়- বরং আমি হবো আমার মতো।

I wanted to be as successful as famous people; I worked hard for it but I did not succeed, so I decided that what I really needed to do was learn how to do it right.

(১৫)

 অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন।

Not imitation, not following, find yourself, know yourself, go your own way.

 (১৬)

 আমরা যখন আমাদের কর্তব্য - কর্মে অবহেলা দেখাই, কোন দায়িত্বকে নিষ্ঠার সঙ্গে গ্রহণ করি না, তখনই অকৃতকার্যতা আসে।

Failure comes when we neglect our duty, do not take any responsibility with sincerity.

 (১৭)

 ভদ্র আচরণ করতে শিক্ষা লাগে, অভদ্র আচরণ করতে অজ্ঞতাই যথেষ্ট।

It takes education to behave politely, ignorance is enough to behave rudely.

 (১৮)

 সাফল্য হলো আপনি যা চান তা হাসিল করা। আনন্দ হলো আপনি যা চান তা পাওয়া।

Success is about getting what you want. Happiness is getting what you want.

(১৯)

 দাম্পত্য জীবনে সুখি হতে চাও? তাহলে পরস্পরকে অবিশ্বাস করবে না আর ঘ্যানর ঘ্যানর করবে না।

Want to be happy in married life? Then do not distrust each other and do not gossip.

 (২০)

 একটি সুন্দর মুখের কুৎসিত কথার চেয়ে একটি কুৎসিত মুখের মধুর কথা অধিকতর শ্রেয়।

Better a poor horse than no horse at all.

(২১)

 যে স্ত্রীরা স্বামীকে সুখী করতে পারেন, তারা নিজেরাও তারই সঙ্গে সুখী হন। তারা অতি সহজেই বলতে পারেন যে স্বামীর সহযোগিতায় আমাদের জীবন কানায় কানায় পূর্ণ।

Wives who can make their husbands happy are happy with him. They can easily say that our lives are full to the brim with the help of our husbands.

(২২)

 মনে রাখা প্রয়োজন যে, একজন হতাশাগ্রস্থ মানুষের চেয়ে একজন সুখী মানুষ হাজার গুন বেশি কর্মক্ষম।

It is important to remember that a happy person is a thousand times more efficient than a depressed person.

 (২৩)

 যে অবস্থায়ই পড়ুন না কেন- অবস্থার ভালো মন্দ না দেখে বিচার করা উচিত নয়।

No matter what the situation, one should not judge by the good and the bad of the situation.

 (২৪)

 সব সময়-ই অপর ব্যক্তিকে নিজের শ্রেষ্ঠত্ব উপলব্ধি করার সুযোগ দিন।

Always give the other person a chance to realize their superiority.

(২৫)

 যিনি নিজের মন নিয়ন্ত্রণ করতে পেরেছেন তিনিই সফলতা লাভ করেছেন।

The one who is able to control his mind is the one who has achieved success.

 আরও পড়ুন: India blocks #TikTok (and 58 other Chinese apps)

Comments

Popular posts from this blog

India blocks #TikTok (and 58 other Chinese apps) - Md.Rokanuzzaman